সারা বিশ্বে অতি পরিচিত অথচ আমাদের বাংলাদেশের মানুষ তাকে চেনেন না। এই মানুষটার ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসাবে আপলোড করে অনেকের প্রোফাইল মুহুর্তেই ডিজেবল হয়ে গেছে। এমন খুঁজলে কয়েক হাজার পাওয়া যাবে।<br />লোকটি একজন কাশ্মীরি স্বাধীনতাকামী জেহাদি। ভারতের ভাষায় পাকিস্তানি সন্ত্রাসী। তবে অবশ্যই সশস্ত্র যোদ্ধা। হাতে সব সময় অস্ত্র থাকত। কাশ্মীরের স্বাধীনতার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। কাশ্মীরের তাকে জাতীয় বীরের মর্যাদা দেয়া হয়। ১৯১৭ সালে পাকিস্তান সরকারও তাকে বীরের মর্যাদা দেয়।<br />তার সম্পর্কে লিখলে বিরাট এক ইতিহাস হয়ে যাবে। তাই আর নয়।<br />২০১৬ সালের ৮ জুলাই তিনি ভারতীয় সম্মিলিত বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে তার অপর দুই সংগীসহ নিহত হোন। এই গানটিও তাকে ডেডিকেট করে গাওয়া।<br />ভাল লাগলে শুনবেন।<br />
